December 30, 2025
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা
বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এমসিসিআই গভীর শোক প্রকাশ করছে। তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেগম খালেদা জিয়া ১৯৯১–১৯৯৫, স্বল্প সময়ের জন্য ১৯৯৬ সালে এবং ২০০১–২০০৬ সাল পর্যন্ত সফলভাবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদান রেখেছেন।
দেশের প্রতি বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এমসিসিআই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার মৃত্যুতে আন্তরিক শোক জানাচ্ছে। শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সকল শুভানুধ্যায়ীর প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।
বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এমসিসিআই গভীর শোক প্রকাশ করছে। তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেগম খালেদা জিয়া ১৯৯১–১৯৯৫, স্বল্প সময়ের জন্য ১৯৯৬ সালে এবং ২০০১–২০০৬ সাল পর্যন্ত সফলভাবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদান রেখেছেন।
দেশের প্রতি বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এমসিসিআই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার মৃত্যুতে আন্তরিক শোক জানাচ্ছে। শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সকল শুভানুধ্যায়ীর প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।